আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর।

আলিফ বিন রেজা:

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন দড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দড়িপাড়া গ্রামের সুইট ও রফিকুল ইসলামের মধ্যে র্দীঘ দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৯ টায় প্রতিপক্ষ সুইট তার দলবল নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। হামলাকারীরা এ সময় দুটি মটরসাইকেল একটি পাওয়ার টিলার সহ ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান। তবে হামলার ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্ত সুইট হোসেন।

 

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম জানান, দুই পক্ষের বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোন পক্ষই কোন অভিযোগ করে নাই।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর