প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা
আলিফ বিন রেজা,
সিংড়া(নাটোর) প্রতিনিধি:
মহান বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার কোর্টমাঠ চত্ত্বর হতে নাটোর-৩ সিংড়া আসনের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এড. জুনাইদ আহমেদ পলক এর নেতৃত্বে একটি বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিজয় শোভাযাত্রায় ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। সংসদ সদস্য এড. জুনাইদ আহমেদ পলক বলেন, মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিংড়ার ইতিহাসে সর্ববৃহৎ বিজয় র্যালী।বিজয় র্যালীতে অংশগ্রহণ করায় সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, মহান বিজয় দিবসের ৫২ বছর পর আজ যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হওয়ার পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তখনই একাত্তরের পরাজিত ঘাতকেরা দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের পক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করার জন্য আমাদেরকে শপথবদ্ধ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর- মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা হক রোজী, পৌর- আওয়ামী লীগের সভাপতি ডালিম আহম্মেদ ডন, পৌর- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ১নং সুকাশ ইউপি চেয়ারম্যান এড. মোফাজ্জল হোসেন মোফা, ২নং ইউপি চেয়ারম্যান মামুন সিরাজুল মজীদ, ৩নং ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, ৪নং ইউপি চেয়ারম্যান মাইনুল হক চুনু, ৫নং ইউপি চেয়ারম্যান স্বপন মোল্লা, ৬নং ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, ৭নং ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শুভ, ৮নং ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ৯নং ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ১০নং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ১১নং ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, ১২নং ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ মানিক উদ্দিন ভূঁইয়া
বার্তা সম্পাদক: মোঃ মুক্তা ভুঁইয়া
নিউজ ডেস্ক: ০১৭৮৮-৭০২৩৫৩
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ঢাকা সাভার, রাজফুলবাড়ী
ই-মেইল : shottobarta.bd@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার