আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় প্রতিমন্ত্রী পলক ৯২,৮০৫ ভোটে জয়লাভ

আলিফ বিন রেজা,

সিংড়া(নাটোর) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বেসরকারিভাবে জিতেছেন নৌকা প্রতীকের প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি ৯২,৮০৫ (বিরানব্বই হাজার আটশত পাঁচ) ভোটে এগিয়ে বেসরকারি ভাবে জিতেছেন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এখন ভোট গণনা শুরু হয়েছে।

নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক ভোট পেয়েছেন ১,৩৫,৮০২( এক লক্ষ পঁত্রিশ হাজার আটশত দুই) টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক পেয়েছে ৪২,৯৯৭ (বিয়াল্লিশ হাজার নয়শত সাতানব্বই) টি।

এ আসনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১৮টি ভোটকেন্দ্রে তিন লাখ ৭ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৪ হাজার ৯০২ জন, নারী ভোটার এক লাখ ৫২ হাজার ৯৭৮ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), ঈগল প্রকীকের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক, জাতীয় পার্টির মো. আনিসুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপি’র মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ী), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্প ধারা বাংলাদেশ’র মো. আনোয়ার হোসেন (কুলা),বাংলাদেশ কংগ্রেস’র মো. আমিরুল ইসলাম (ডাব) এবং মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর