আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

আলিফ বিন রেজা :

সিংড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় চলনবিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না হাজার দুয়ারি জাল জব্দ করে পুরিয়ে ধ্বংস করা হয়। চলনবিল আলোর দিশারী যুব উন্নয়ন সংঘের সেচ্ছায় শ্রমের সহযোগীতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন। সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, চলনবিলের পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বৃষ্টির পানি ঢুকেছে। আর নতুন পানি দেশীয় মাছের প্রজনন মৌসুম।

এ সময় সহজেই সব ধরনের মাছ ধরতে জেলে থেকে মৌসুমি মৎস্য শিকারিরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছেন। এতে ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর হুমকিতে পড়েছে দেশি সব ধরনের মাছ।

 

মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষিদ্ধ এসব চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে দীর্ঘক্ষন অভিযান চালিয়ে প্রায় তিনলক্ষ পঁচিশ হাজার টাকার জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার