আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ফুটবল খেলা দেখতে গিয়ে বলের আঘাতে প্রাণ হারালেন শুকার (৪৮) নামে এক ব্যাক্তি।
মঙ্গলবার বিকাল ৫:৩০ মিনিটে কলম আলিম মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে মাঠের ভেতরে থেকে ছুটে আসা বল তার বুকে প্রচন্ড জোরে আঘাত করলে শুকার আলী অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহোযোগিতায় চিকিৎসার উদ্দেশ্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের মৃত লোবার আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মিজান রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি জেনেছি আমাদের তদন্ত চলনমান আছে।