আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামসহ ৫ জন বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাবুল, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, ইটালী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম।
সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপির আটক ৫জন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।