সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক খুঁটির টানা তাঁরে হাত দিয়ে মোঃ লাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ২৭ অক্টোবর বিকেলে ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটেছে। মোঃ লাম (৭) মোঃ সাদ্দাম হোসেন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলা করতে গিয়ে ভুলবশত বৈদ্যুতিক খুঁটির টানা তাঁর হাত দিয়ে ধরলে লাম সাথে সাথে মাটিতে ছিটকে পড়ে, স্থানীয়রা দেখতে পেয়ে লাম কে নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হলে পথে লামের মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সিংড়া জোনাল অফিস এর এজিএম আহসান হাবীব জানান, বৈদ্যুতিক খুঁটি টানা তাঁরের কারণে এ ঘটনা ঘটেনি ঐ খুঁটির তাঁর থেকে অবৈধ পার্শ্ব সংযোগ নিয়েছে স্থানীয় মামুন ডেকোরেটোরের স্বত্বাধিকারী মোঃ আত্তাব আলী। সেই তাঁর থেকেই এমন দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
মামুন ডেকোরেটোরের স্বত্বাধিকারী আত্তাব আলী জানায়, আমি যে তাঁর দিয়ে সংযোগ নিয়েছি তা প্রায় তিন বছর ধরে বন্ধ, তাঁর টা সরিয়ে নেয়া হয় নি, আমাকে ফাঁসানো হচ্ছে। গ্রামে সালিশি বৈঠকে আমাকে ডেকে প্রশাশন ও সাংবাদিক কথা বলে দুই লক্ষ টাকা জরিমানা করেছে, বিনগ্রাম ওয়ার্ড মেম্বার দানেশ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও সাবেক মেম্বার মুন্টু মিয়া। আমি এর সুষ্ঠু নিরপেক্ষ সমাধান চাই।