আলিফ বিন রেজা:
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুঁড়ে গার্মেন্টস্ শ্রমিক মো: আব্দুল মালেকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাতিয়ান্দহ্ ইউনিয়নের আগলাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশি আব্দুল মাজেদ জানান, হটাৎ পাশের বাড়িতে আগুনে ধরতে দেখে চিৎকার দিলে স্থানীয়না ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রায় সব পুঁড়ে ছাই হয়ে গেছে। তার বাড়িতে কেউ থাকেন না পরিবার সহ সবাই ঢাকা শহরে গার্মেন্টেসে্ চাকুরী করেন। স্থানীয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনটি লেগেছে বলে ধারণা করেন।
গার্মেন্টস্ শ্রমিক আব্দুল মালেক জানান, তিনি গরীব কৃষক ছেলে-মেয়েদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন। সংসার পরিচালনা করতে গিয়ে অনেক ঋণের সাথে জড়িয়ে গেছিলেন তাই তিনি ঋণ পরিশোধের জন্য গত ৩দিন আগে বসতবাড়ি ত্যাগ করে ঢাকা শহরে গার্মেন্টেসে্ পরিবার নিয়ে চাকুরী করছেন। বাড়িঘর দেখার মতো কেউ ছিলোনা।
তার প্রতিবেশিরা তাকে মুঠো ফোনে জানান তার বাড়িতে আগুন লেগে ঘরে থাকা আসবাব পত্র, কাপড়চোপড়, টিভি, ফ্যান, শোকেস ও বাকশা সহ সব কিছু পুঁড়ে ছাই হয়ে গেছে এতে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এখন সে নিঃস্ব। কোথায় থেকে আগুন লেগেছে তা তিনি এখনো জানাতে পারেনি।