আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ও সর্প দংশনে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নে শালমারা গ্রামে জমিতে চাষাবাদের সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে রেজওয়ান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়।
সে শালমারা গ্রামের আলহাজ্ব জান্নাত আলীর ছেলে। অপর দিকে মঙ্গলবার রাত ৯ টায় একই ইউনিয়নের বিল তাজপুর গ্রামের কৃষক জালাল উদ্দিন (৫৩) কে সাপে কাটলে তাকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। সে বিল তাজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে বলে জানা গেছে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম পৃথক দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ।