সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের জগৎপুর গ্রামে টাক্টরের ধাক্বায় সাবেক সেনা সদস্য মোঃ নজরুল ইসলাম (৫০), গুরুতর আহত হয়ে বগুড়া (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
শনিবার সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম জরুরী প্রয়োজনে বাজার যাচ্ছিলেন। রাস্তা কাছে হওয়ায় পায়ে হেটে যাওয়ার সময় সামনে থেকে পুকুর থেকে মাটি বহন কারী ট্রাক্টর তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। নিহত নজরুল জগৎপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পরে এলাকা বাসীর তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় চিকিৎসার জন্য বগুড়া (সিএমএইচ) হাসপাতালে প্রেরন করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৩০ মিনিটে তিনি মৃত্যু বরন করেন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, সাবেক মেম্বার মোঃ মকুল আলী দীর্ঘদিন থেকে এই মাটি খনন করে আসছে এবং তাকে নিষেধ করা হলেও সে কারো কথা তোয়াক্ক করে না। এবং এই ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙেচুরে একাকার হয়ে যাচ্ছে। এদেশে মনে হয় এগুলো দেখার কেউ নেই, আমরা এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চাই।
৪নং কলম ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ মকুল আলী দীর্ঘদিন যাবত তার এক্সভেটর দিয়ে এলাকায় পুকুর খনন করে আসছিলেন আমি তাকে বারবার নিষেধ করেছি কিন্তু সে আমার কথার তোয়াক্কা না করে গায়ের জোরে পুকুর খনন করে মাটি বিক্রির ব্যবসা করে আসছিলেন। আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম এর নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।