আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় মাদ্রাসা হতে মিজানুর রহমান (১২) নামে এক শিশু ছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার ২৩ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় উপজেলার মহেশ্চন্দ্রপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে জানাযায়।
পারিবারিক সুত্রে জানাযায়, মাদ্রাসা পড়ুয়া মিজান বেশ কিছুদিন যাবত পড়ালেখায় অনিহা প্রকাশ করে আসছিলেন পরিবারের চাঁপে জোর পূর্বক গতকাল বিকালে তার মা তাকে মাদ্রায় রেখে আসলে তার পরে হতে সে নিখোঁজ হয়।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে উক্ত ঠিকানায় যোগাযোগ করে ফিরিয়ে দেবার আকুল আবেদন জানান পরিবারটি।
প্রয়োজনে মোবাইল:01795171691 ও 01640183332।