সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, নাটোর মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ০৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সিংড়া উপজেলার সিংড়া বাজারে অবস্থিত বিসমিল্লাহ ভেটেরিনারিকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ১৯,০০০/= (ঊনিশ হাজার) টাকা, একই বাজারে অবস্থিত মেসার্স এফ কে ট্রেডার্সকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩,০০০/= (তিন হাজার) টাকাসহ সর্বমোট ২২,০০০/- (বাইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার সিংড়া থানার একটি পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান।