আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় র‍্যাবের অভিযানে চোলাইমদ সহ আটক-০৯।

সত্য বার্তা ডেস্ক :

নাটোরের সিংড়া থানাধীন ধাপ মানিক চাপড় এলাকায় বুধবার (৬ সেপ্টেম্বর) একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় ১৩২৫ লিটার চোলাইমদ সহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১| শ্রী শ্যামল কুমার (৩২), ২| শ্রী নিতাই কুমার (৩৫), উভয়ের পিতা- মৃত বলাই চন্দ্র, সাং- ধাপ মানিক চাপড়, থানা- সিংড়া, জেলা- নাটোর। ৩| শ্রী তাপস কুমার (৩০), পিতা- মৃত হরিলাল, সাং- থিরশিং, থানা- তারাশ, জেলা- সিরাজগঞ্জ, ৪| রাজ কুমার (৪০), পিতা- মৃত মহাদেব তীরকি, সাং- ধাপ মানিক চাপড়, থানা- সিংড়া, জেলা- নাটোর, ৫| শ্রী নিরেশ কুমার (৩০), পিতা- শ্রী আফাল কুমার, সাং- মাথাই নগর, থানা- তারাশ, জেলা- সিরাজগঞ্জ, ৬| শ্রী ওদাস তীরকি (৩৬), মৃত মহিনদেরী, ৭| শ্রী জয়ন্ত নীরা (২০), পিতা- শ্রী পরিমল নীরা, ৮| শ্রী চন্দন কুমার (২৩), পিতা- শ্রী রুপ কুমার, উভয়ের সাং- ধাপ মানিক চাপড়, ৯| শ্রী সঞ্জয় কুমার (২২), পিতা- শ্রী ভারত চন্দ্র, সাং- রাতাল, সর্ব থানা- সিংড়া, জেলা- নাটোর।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন থেকে তারা চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বহিরাগত মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিল।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর