আলিফ বিন রেজা:
সিংড়া উপজেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুনভাবে নাটোরের সিংড়ার বিভিন্ন দেয়াল বদলে গেছে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোর্টমাঠের দেয়াল, উপজেলা পরিষদ জামে মসজিদের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন সিংড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন।
এই সংগঠনের অর্থায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ। একইসঙ্গে ছাত্র – জনতার বিজয়ের বিভিন্ন প্রতিকির ছবিও আঁকা হয়।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সিংড়ার দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।
চিত্রগুলি অংকনে সহযোগীতা করছিলেন, মেহেদী হাসান, আবু-বক্কর, মাও: জাকারিয়া মাসুদ, পারভেজ, সিহাব, সালমান, বাসার, জয়, সাইফ, জারিফ, শুদ্ধ, তামিম, তাওহিদ, সাদিয়া, নাবিলা, অনন্যা, সুপ্তি প্রমুখ।