আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নুরে আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নুরে আলম উপজেলার সুকাশ ইউনিয়নের চকদূর্গাপুরে গ্রামের
আঃ খালেক মুন্সির ছেলে। শিশুটি তার সম্পর্কে নাতনী হয়।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২ ঘটিকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগে দায়েরকৃত দশ বছর বয়সের শিশুটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন দুপুর বেলা ধর্ষক নুরে আলমের বাড়ির পার্শে শিশুটি খেলা করছিলেন। সে সময় আশেপাশে কেউ না থাকায় ধর্ষক শিশুটির মুখ চেঁপে ধরে জোর পূর্বক তার ফাঁকা বাড়িতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে চৌকির উপরে ধর্ষণ করে জানাজানি করলে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেন।
শিশুর দাদী হোসনে আরা বেগম জানান, ধর্ষক সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সেই সুবাদে আমরা কখনো এরকম নোংরা ধারণা কল্পনা করতে পারিনা। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে সে এরকম ন্যাক্কারজনক কাজ করেছে। ভয়ে আমার নাতনী ঘটনার কথা কাহাকেও জানায় না। ঘটনার পরের দিন আমার নাতনী আমার বোনের মেয়ে সাথে আমার ছোট বোনের বাড়িতে সুকানগাড়ী গ্রামে বেড়াতে যায়। সেখানে অবস্থান করা কালে আমার নাতনীর সঙ্গে ঘটনা ছোট বোনের মেয়ের কাছে গল্প করলে সকল কিছু জানতে পারি। সেখান থেকে বাড়িতে ফিরে প্রতিবাদ করলে আমাদের পরিবারের উপরে বারবার হুমকি দেয় আমি কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করে আমার নাতনীর সুষ্ঠু বিচার দাবী জানাই।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ে আসামিকে বাড়ি থেকে আটক করে আদালতে প্রেরণ করেছি।