সিংড়া(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে তারমধ্য ৩ জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় ৪টি মটর সাইকেল ভাংচুর এর ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের সাঁতপুকুরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হলেন, ১।ফারুক পিতা-মৃত আমির,২।বাচ্চু পিতা- শমসের,৩।শামীম, পিতা -মজিবর, সর্ব সাং ছতর, ৪।রনি পিতা অজ্ঞাত সাং বুড়ি কদমা,৫। সোহান পিতা আজিজ, সাং পাকুরিয়া, ৬।ছলেমান, পিতা অজ্ঞাত সাং ইন্দ্রাসন, ৭। ফরিদ আলী পিতা অজ্ঞাত, ৮। আব্দুস সালাম পিতা ওহেদ সাং সরকারপাড়া।
নৌকা সমর্থকদের মধ্য আহতরা হলেন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল কাফি (২৮) ও ইটালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিল্টন হোসেন মিঠু (৩২)। অন্যন্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ক্যাডার আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, নৌকা প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রীর সমর্থক মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই প্রথমে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তিনি বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার জেরেই এলাকাবাসী তাদের প্রতিহত করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।