সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ায় ব্যক্তিগত উদ্যোগে বারশত শীতার্ত ব্যক্তিকে কম্বল দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট.জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বিলদহর ইদগাহ মাঠে চামারী ইউনিয়নের ১২০০ শীতার্ত ব্যক্তির মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, নাটোর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট. আসাদুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওদুদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রশিদুল মৃধা, সিংড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হাসান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী চামারী ও কলম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।