আলিফ বিন রেজা,
সিংড়া(নাটোর)সংবাদদাতা:
নাটোরের সিংড়ায় ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্তৃক শীতার্তদের মানুষের মাঝে ৫৭৫ টি কম্বল বিতরণ করা হয়েছে সোমবার (১৮) ডিসেম্বর সকালে চৌগ্রাম স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মোজর জেনারেল মোঃ খালেদ-আল মানুম পিবিজিএম,এনডিসি,পিএসি।
এসময়ে উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম এসইউপি,এএফডব্লিউসি,পিএসসি এবং ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদী। এ সময় ৫৭৫ টি শীতার্তকে কম্বল বিতরণ করা হয়। শীতার্তরা সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করেন।