আলিফ বিন রেজা :
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং নাটোর এর আয়োজনে নাটোরের সিংড়ায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে এজেন্ট ব্যাংকিং ডাচ্-বাংলার এজেন্ট সাদ্দাম টেলিকমের সহযেগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নাটোর এর এরিয়া ম্যানেজার এসএম মিজানুর রহমান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় ইউপি সহস্য মোঃ তারেক হোসেন দুলাল, বিয়াশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আয়েন উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদ, সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মিজানুর রহমান, এজেন্ট সাদ্দাম হোসেন, এস এম শাহীন প্রমূখ। সমাবেশে শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।