আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ার হুলহুলিয়া গ্রামে ৩জন চোরকে আটক করেছে গ্রামবাসী।

আলিফ বিন রেজা : 

সিংড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়া ১০ নং চৌগ্রাম ইউনিয়নের আদর্শ গ্রাম হুলহুলিয়া গ্রামে চুরি যাওয়া মটর সহ ৩জন চোরকে আটক করছে এলাকাবাসী।

 

 

সোমবার (১৫ মে) সকাল আনুমানিক ১১টায় গ্রামবাসীর সহযোগিতায় বিক্রি করা মটর ফেরত নিয়ে যাওয়ার পথে শহিদুলের ছেলে মোঃ রিয়াজ, মৃত আত্তাবের ছেলে মোঃ হাসান ও বিশুর ছেলে বিপ্লব কে আটক করছেন। তাদের প্রত্যেকের বাড়ি সিংড়া উপজেলার সারদানগর গ্রামে।

 

 

আটককৃত চোর বিপ্লব সারদানগর ফার্মের মটর, মাস কয়েক আগে সারদানগর নদী তে নির্মাণধীন ব্রিজের কাজের প্রায় ১৫-২০ মন রড ও মাঠের ৫ টি শ্যালো মেশিনের বডি রেখে সকল যন্ত্রাংশ চুরির দায় প্রাথমিক ভাবে শিকার করেন। কিন্তু LLP সেচ ঘর চুরি, নির্মাণাধীন ব্রিজের সিমেন্ট চুরি সহ কয়েক মাস আগে প্রামাণিক পাড়া হতে জোরা মহিষ চুরির দায় শিকার না করলেও জড়িত অনেকের নাম প্রকাশ করেন।

 

 

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌফিক পরশ জানান, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে এলাকায় নানা ধরনের চুরি হচ্ছে। এই তিনজন সহ একজন পলাতক গ্রামের মন্ডল পরিবারে কৃষাণের মাসিক চাকুরী করার পাশাপাশি হুলহুলিয়া সারদানগর মাঠের সেচ পাম্প, মটর, পাওয়ারট্রিলার ইত্যাদি চুরি করে থাকেন। আমরা পরিষদের নিয়মানুসারে চোরদেরকে পরিবারের মুচলেকা নিয়ে পরিবারের হাতে তুলে দেয়া হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর