সত্য বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার সময়, সিংড়া থানা পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ রাশিদুল ইসলাম (৪২), পিতা- মৃত আঃ রাজ্জাক প্রাং, সাং- ছোট কালিকাপুর, থানা- সিংড়া, জেলা – নাটোর এর বাড়ী থেকে চোরাই একটি পুরাতন লাল কালো রংয়ের ১৫০ সিসি pulsar, রেজিঃ বিহীন মটরসাইকেল, যাহার চেসিস নং- *MD2A11CY0KCM86071* ইঞ্জিন নং- DHYCKM96435 মটরসাইকেল উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, মটরসাইকেল টি চোরাই এবং কম দামে, মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মৃত জেলহক মোল্লা, সাং- দেবত্তর, থানা- সিংড়া, জেলা- নাটোর এর নিকট হইতে ক্রয় করেন বলিয়া জানায়।
পরবর্তীতে সিংড়া থানা পুলিশ আসামী মোঃ আরিফুল ইসলাম কে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করিলে সে গাড়ীটি চোরাই বলিয়া স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ গাড়ী টি ২৫/০৪/২০২৪ ইং তারিখ ০২.৩০ ঘটিকার সময় মোটরসাইকেল টি জব্দ করেন এবং আসামীদের গ্রেফতার করেন।
পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে সিংড়া থানার মামলা নং-২৪, তাং-২৫/০৪/২০২৪ ইং, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।