আজ- বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়া-৩ আসনে প্রতিমন্ত্রী পলকের মনোনয়নপত্র সংগ্রহ

আলিফ বিন রেজা,

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৬০ সিংড়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল ইমরান এর কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন তিনি।

 

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ৩নং ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ১০নং চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম বারের মত আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি আধুনিক, মানবকি ও র্স্মাট সিংড়া গড়ে তুলতে চাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর