সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে গিয়ে ফারজানা (১৮) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থী ফারজানা সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের কন্যা। স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে বিকেল ৫ টায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ফারজানা। নুরপুর এলাকায় পৌছলে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।
কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ফারজানা ভালো স্টুডেন্ট ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শোকাহত।