আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় আবারো প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৭০ পরিবার!

সিংড়া উপজেলা প্রতিনিধিঃ

আলিফ বিন রেজা:

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরো ৭০টি ভূমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ভূমি এবং গৃহহীনকে জমি ও ঘর হস্তান্তরের তৃতীয় পর্যায়ে (৩য় ধাপে) বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলায় ৭০টি পরিবারে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় চলনবিল সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার,চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ খাঁন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, সিংড়া উপজেলায় সর্বমোট ১২৯০টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়া হয়েছে। এ দফায় ৭০টি ঘর দেয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার