সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় ২৫টি চোরাই সেচ পাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার বামিহাল বাজারের আল্লাহর দান টেলিকম এন্ড ইলেকট্রিক এর স্বত্বাধিকারী দুলাল হোসেন এর বাড়ি থেকে এই চোরাই মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল কুদ্দুস সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২১) আবদুল হামিদের ছেলে রাজু আহমেদ (৩০) ও মুছলেম উদ্দিনের ছেলে কারিম (২৬) এবং বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে বিএনপি নেতা আবদুল কুদ্দুস (৫০)
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, রবিবার দুপুর থেকে বামিহালে অভিযান চালিয়ে একটি দোকান ও বাড়ি থেকে প্রায় ২৫ টি চোরাই সেচ পাম্প ও ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।