সত্যবার্তা ডেস্ক:
উৎসবমুখর পরিবেশে আজ রবিবার নাটোর জেলার সিংড়া উপজেলা, পৌরসভা ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিংড়া কোর্ট মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী এড.জুনায়েদ আহমেদ পলক। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের একঝাক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।
এরপর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ আল নাহিয়ান খান জয় । সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
উক্ত সম্মলনের মাধ্যমে সিংড়া উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সজিব ইসলাম জুয়েল নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুন বাসার সাংগঠনিক সম্পাদক শিমুল পারভেজ সিংড়া পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল ইসলাম ফারুক নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ সাজু গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি দীপ্ত জ্যোতি ঘোষ বাঁধন গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রানা মিতুল গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ভিপি পদপ্রার্থী মাসুম আলী জিএস পদপ্রার্থী উম্মে আমারা ইসলাম সুখী প্রো ভিপি পদপ্রার্থী রেখা খাতুন এজিএস পদপ্রার্থী নাইম ইসলাম কে মনোনীত কর হয়।