সত্যবার্তা ডেস্ক:
নাটোরের সিংড়ায় চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন কে মারধরের অভিযোগ উঠেছে চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি’র ছেলের বিরুদ্ধে। (২জুন শনিবার) বিকেল ৫টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মসজিদের মুয়াজ্জিন নিজামুদ্দিন (৮০) কে সহ আরো দু’জন কে বেধর মারধর করেন বিশু প্রামানিক এর ছেলে হাবিব প্রামানিক জানা যায়, চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলে হাবিব আরমান এলাকায় একের পর এক অঘটন ঘটায় চলেছে, আজ শনিবার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে আছর নামাজের পরে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে অত্র মসজিদের দায়িত্ব প্রাপ্ত মুয়াজ্জিন মো. নিজামুদ্দিন, (৮০) এবং আরো দুইজন মুদরিক কে মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি ভাবে মেরে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ঘটনাটি জানার পরে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাদের উন্নয়ন চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে-এ- আলম সিদ্দিকী জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি পেলে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।