সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় দিন-দুপুরে ১০০ সিসির কালো রংয়ের বাজাজ কোম্পানীর একটি প্লাটিনা মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ সেপ্টম্বর) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে মোটরসাইকেল’টি চুরির ঘটনা ঘটে। ওই মোটরসাইকেলের মালিক সিংড়া কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জাকারিয়া মাসুদ। তার গ্রামের বাড়ি সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের মাঁধা বাঁশবাড়িয়া গ্রামে। এই ঘটনায় সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুফতি জাকারিয়া মাসুদ।
ভুক্তভোগী জাকারিয়া মাসুদ বলেন, রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে আমার মটরসাইকেল’টি রেখে হলরুমে একটি অনুষ্ঠানে অংশ নিই। দুপুর ১ টায় অনুষ্ঠান শেষে এসে দেখি মোটরসাইকেল নাই। পরে অনেক খোঁজা-খুঁজির পর সিংড়া থানায় লিখিত অভিযোগ করি। আমি আমার মোটরসাইকেল’টি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেল’টি উদ্ধারের চেষ্টা চলছে।