আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় নিউজ প্রকাশের ৫ দিনপরে, মুর্তি জনগনের হাতে ফেরত দিলেন আশরাফুল

সিংড়া উপজেলা প্রতিনিধি:

আলিফ বিন রেজা:

নাটোরের সিংড়ায় ১৯ শে আগষ্ট সোমবার বিকাল ৫ টায় উপজেলার সাতারদিঘি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি বাচ্চাদের শিকারক্তি নিয়ে বাচ্চাদের কাছে থেকে প্রচীন মুর্তি কেড়ে নেবার অভিযোগে আশরাফুল (৬৫) বিরুদ্ধে নিউজ প্রকাশ করেন। আশরাফুল উপজেলা সাতারদিঘি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। বিষয় টা নিয়ে এলাকা বাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। নিউজ টি প্রশাসনের দৃষ্টিতে গেলে তদন্ত সাপেক্ষে আজ সকালে মুর্তি ফেরত দেন আশরাফুল (৬৫)।

 

গত সোমবার বিকালে মোঃ মেহেদী হাসান (৮) পিতা- মোঃ দুলাল (৩০) বিকালে এক পুকুরে তাল কুড়াতে গিয়ে পায়ের সাথে মুর্তি বাধে তা হাতে পেয়ে ভয়ে আবার পুকুরে ফেলে দেয়।কিন্তু তার সহপাঠীদের মোঃ ফাহিম হোসেন (৮) ও মোঃ মেহেদী খান (১০) এর সাথে ঘটনাটি শেয়ার করলে তারা অনেকক্ষণ খুঁজাখুঁজির পর পুকুর থেকে মুর্তি উদ্ধার করেন। তারা একই গ্রামের বাসিন্দা। মুর্তি নিয়ে তারা ফেরার পথে পুকুর মালিক আশরাফুল (৬৫) তাদের কাছে হতে মুর্তি কেড়ে নিয়ে বলেন বিষয়টা কাওকে বলিস না এটা খেলনা মুর্তি। মেহেদী বলে খেলনা মুর্তি হলে আমাদের কে ফেরত দেন আমরা খেলবো ওটা নিয়ে। পরে আশরাফুল তাদের ভয়ভীতি দেখালে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। মেহেদী ও তার সহপাঠী বিষয় টা তার পরিবারে সাথে আলাপ করেন। মেহেদীর পিতা দুলাল স্থানীয় মেম্বারের সাথে আলাপ করলে অভিযুক্ত আশরাফুল তা অস্বীকার করেন।

 

আজ রোজ বুধবার সকালে এলাকা বাসীর চাঁপে শিকারক্তি দিয়ে মুর্তি ফেরত দিতে বাধ্য হইছে আশরাফুল। ইউপি চেয়ারম্যান বাদশা ঘটনাস্থল পরিদর্শন করে মুর্তি উদ্ধার করে থানায় জমা দেন এবং বলেন দোষীকে আমার নিজ ইউনিয়নে বিচার ব্যবস্থা করা হবে আশরাফুলের বিরুদ্ধে বলে জানিয়েছেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার