আজ- বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সত্যবার্তা ডেস্ক:

সিংড়ায় মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সঁন্ধ্যায় স্থানীয় স্কুল মাঠে এই খেলার আয়োজন করে খেজুরতলা ফুটবল একাদশ। খেলায় ট্রাইবেকারে হাবিল ট্রেডার্স আগপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ঢাকোপাড়া জুনিয়র স্পোটিং ক্লাব। পরে চ্যাম্পিয়ান ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে ফ্রিজ উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

অনুষ্ঠানে লালোর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম এম সামিরুল ইসলাম, এসিল্যান্ড মো. আল ইমরান, ওসি নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, ইউনয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার প্রমুখ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর