আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় মহিলা মাদক সম্রাট রোকেয়ার প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী!

সিংড়া উপজেলা প্রতিনিধিঃ

আলিফ বিন রেজা :

 

 

নাটোরে সিংড়ায় ১১নং ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হকো ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৫০)তার প্রভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রামনগর গ্রামের মো : জসিমদ্দিন এর পুত্র মো: ইজাপ্ফরের জায়গায় জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করে, এবং সেই ঘড় ব্যবহার করে মাদকসেবীদের কাছে কাছে মাদক বিক্রি করে, এতে ধংস হতে বসেছে যুব সমাজ। এলাকাবাসী তাকে নিষেধ করলে এলাকাবাসীদের আইনি ভয় দেখায়। এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। জমি মালিক ইজাপ্ফর জানান, রোকেয়া বেগম আমার চাচাতো বোন তার নিজস্ব দোতালা মাটির বাড়ি রয়েছে। সেখানে সে থাকেনা আমার এই ফাঁকা জায়গায় এসে মাদকের আড্ডাখানা গড়ে তুলেছে আমি কিছু বলতে গেলে আমাকে বলে, জমি আমার বাবার আমি অংশ পাব। আমি তাকে বললাম আপনার যদি কোন কাগজ পত্র থাকে তাহলে দেখান, সে না দেখিয়ে আমার নামে কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করছে। গ্রামের রফিকুল ইসলাম জানান, দুই বার গ্রামে সালিশ ডেকে রোকেয়া বেগম কে হাজির করানো যায় না, পরে গ্রাম্য প্রধানরা তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে রোকেয়া বেগম জানান আমি আদালতের মাধ্যেমে কাগজ দেখাবো। আপনারা আমার কোন বিচার করতে পারবেন না। অনেক সহ্য করার পর এলাকাবাসীরা এক জোট বেঁধে রোকেয়া বেগমের মাদকের আড্ডাখানা ভেঙ্গে দেয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার