সিংড়া উপজেলা প্রতিনিধি:
মোঃ আলিফ বিন রেজা:
সিংড়া সোনালী ব্যাংক শাখার অধীনে হাতিয়ান্দহ বাজারে আউটলেট (এজেন্ট ব্যাংকিং) এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ’র হলরুমে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক ম্যানেজার সিংড়া শাখা’র মোঃ মীর শাহাদত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ আহমেদ ডেপুটি জেনারেল ম্যানেজার,সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নাটোর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নাটোর, ইউপি চেয়ারম্যানের মোস্তাকুর রহমান চঞ্চল এর অনুপস্থিতিতে বক্তব্য রাখেন সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম , সোনালী ব্যাংকের এজেন্ট মেসার্স তিথি এন্টারপ্রাইজ প্রোঃ শ্রী নিমাই চন্দ্র দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সাথে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।