সিংড়া উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় আসন্ন পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে যুবলীগ নেতা নাজমুল হোসেন ফারুক এর মোটরসাইকেল শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা করেন। পরে সন্ধ্যায় চলনবিল গেট এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা নাজমুল হোসেন ফারুক তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বিগত দিনে তিনি যুবলীগ সুসংগঠিত ও নৌকার পক্ষে নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন যুবলীগের সম্মেলনে পৌর যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।