সত্যবার্তা ডেস্ক :
আওয়ামী লীগ, বিএনপির বাইরে বিকল্প শক্তি গড়ে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দলটির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহ আলম। বাংলাদেশের রাজনীতি এখন আমলা ও ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ নির্বাসনে। আমরা যুদ্ধ করেছি, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। ডেমোক্রেটিক রাজনীতির জন্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে গণতন্ত্রের জন্য। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিপিবি সভাপতি শাহ আলম বলেন, রাজনীতি নিয়ন্ত্রণ করে আমলা ও ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। এ বিশাল সিন্ডিকেট ভাঙতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না। পার্লামেন্টেও সব লুটেরা ব্যবসায়ী ও আমলা।
যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল, সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর নেই। এখনকার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে চলছে।
সভায় উপস্থিত ছিলেন- সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সিপিবির নেতৃত্বাধীন বামজোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করে সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম বলেন, আমরা বিএনপির সমর্থন চাই না।
বাম জোটের হরতালে কেন তারা সমর্থন দেবে। বিএনপি আমাদের কাঁধে বন্দুক রেখে শিকার করতে চাইছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন জনগণের নাভিশ্বাস উঠেছে, তখন জনগণের দুর্ভোগকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। বাম জোটের হরতালে সমর্থন দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে। তাদের কোমরে জোর থাকলে তারা আলাদাভাবে আন্দোলন করুক।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২ হাজার কোটি টাকা লোপাট করার পর ভ্যাট মুক্ত করেছে সরকার। খাদ্য নিরাপত্তার জন্য কেন স্থায়ী রেশন ব্যবস্থা চালু করছে না সরকার। যেখানে যাবেন সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে চাই আমরা।