আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হাসান সম্পাদক সামাদ !

 

 

দক্ষিন পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ শে ফ্রেরুয়ারী দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হো‌সেন আলী হাসান কে সভাপতি ও সামাদ তালুকদার‌কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয় আগামী তিনবছরের জন্য। সোমবার ২৮ ফ্রেরুয়ারী দলের জেলা সম্মেলন দ্বিতীয় অধিবেশনের শেষে দলের নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। এদিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। অন্ধকারের পথ ধরে ক্ষমতায় আরোহণ করা আর সম্ভব নয়। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উ‌দ্বোধকের বক্তব্যে হিসা‌বে তিনি এ সব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ঘরে বসে বিএনপি আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে আর বারবার সরকার গঠন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে। সিরাজগঞ্জ বিএ ক‌লেজ মাঠে আয়োজিত সম্মেলনে, তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ‌্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রো‌কেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মে‌াঃ নরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস‌্য ও এম‌পি প্রফেসার মে‌রিনা জাহান ক‌বিতা সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। দুপুরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে দলের বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কে এম হো‌সেন আলী হাসান‌কে সভাপতি ও সামাদ তালুকদার‌কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর