
এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করে এটমী কম্বোডিয়ার প্রধান মিস্টার মুন ও মিস্টার কিম।২৫ জন প্রতিনিধি দল নিয়ে কম্বোডিয়া সফর এটমী (কোরিয়া) লিঃ এর সাথে বাংলাদেশ উদ্বোধন বিষয়ে ব্যাপক আলোচনা,আশাকরি খুব দ্রত একটি সমাঝোতা হবে,এই সফরে আমাদের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর হোসেন শেরন রোজ মাষ্টার ৬ জন ডায়মন্ড মাষ্টার ১৪ জন সেল্স মাষ্টার পদবী পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।