আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ায় আটক-০৪।

সত্যবার্তা ডেস্ক:

নাটোর জেলার লালপুর থানাধীন বীরোপাড়া ও বিলমারীয়া এলাকায় শনিবার (১১ই মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে “ইমো” হ্যাকিং চক্রের সক্রিয় ০৪ জন সদস্য কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।

অভিযুক্তরা হলেন, আসামী ১| মোঃ আরিফ হোসেন (২৪), পিতা- মোঃ আতাউর রহমান, ২| মোঃ বিজয় সরদার (২২), পিতা- মোঃ মোজদার সরদার, উভয়ের সাং- বীরোপাড়া, ৩| মোঃ মহন আলী (২৪), পিতা- মোঃ শহিদুল ইসলাম, ৪| মোঃ আল আমিন আহমেদ (২০), পিতা- মোঃ শরিফুল ইসলাম, উভয়ের সাং- বাকনাই, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোর।

উল্লেখ্য যে, অভিযোগকারী মোঃ আব্দুল মালেক (৩৭), এর বোনের স্বামী মোঃ জাকির হোসেন (৪৫), পিতা- মৃত সালামত শেখ, সাং- শেখদী, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, তিনি একজন সৌদি প্রবাসী। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে অভিযোগকারীর বোনের স্বামীর “ইমো” আইডি থেকে অভিযোগকারীর বোনের আইডিতে মেসেজ আসে যে তার স্বামী সৌদি আরবে বিপদে আছে তার নগদ অর্থের প্রয়োজন এবং অর্থ পাঠানোর জন্য বিকাশ নম্বর দেয়। ভুক্তভোগী উক্ত মেসেজের প্রেক্ষিতে সরল বিশ্বাসে ৫৫,০০০/- হাজার টাকা বিকাশে পাঠায়। পরবর্তীতে কিছু সময় পর ভুক্তভোগী বুঝতে পারে যে, সে সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। উক্ত ঘটনায় ভুক্তভোগী লালপুর থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে “ইমো” হ্যাকিং চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন ধরে, ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন অঞ্চলের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ায় তাদের পেশা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার