সত্য বার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কর্তৃক ১ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র প্রধান আসামীকে মামলা দায়ের এর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
রবিবার (০৮/১০/২০২৩) ইং তারিখ ভোর আনুমানিক চার টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নলডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকায় পাঁচ ঘন্টার এক রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। ১ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আবু সাদাদ (৩৫), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- ধোপাপুকুর (গাঙ্গোইল), থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলা সূত্রে জানায় যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আবু সাদাদ (৩৫), নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। বিদ্যালয়ের পিয়নের চাকরীর পাশাপাশি শিশুদের দেখাশোনা করতেন। এবং ভিকটিম শিশু আসামীকে মামা বলে সম্মোধন করতেন।
ঘটনার দিন সোমবার (০২/১০/২০২৩) ইং তারিখ সকালে ভিকটিম অত্র বিদ্যালয়ের মাঠে খেলা করছিলেন। এসময় আসামী ভিকটিমকে ডেকে স্কুলের ৩য় শ্রেণীর কক্ষে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম শিশুটি বাড়ীতে গিয়ে তাঁর বাবা-মাকে উক্ত ঘটনা জানায়। ভিকটিম এর বাবা-মা ঘটনার বিষয়ে আসামীর কাছে জানতে চাইলে সে প্রথমে অস্বীকার করে। এবং পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ঘটনা ধামাচাপা দিতে ১০ হাজার টাকার বিনিময়ে মধ্যস্থা করতে চায়। পরবর্তীতে ভিকটিম এর বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের এরপর থেকে আসামী গাঁঢাকা দেয়, এরই পরিপ্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এবং রবিবার ভোরে উক্ত মামলার প্রধান আসামী বিদ্যালয়ের পিয়ন মোঃ আবু সাদাদ কে গ্রেফতার করতে সক্ষম হয়।