আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী ১৮ বছর পর গ্রেফতার।

সত্য বার্তা ডেস্ক: 

শুক্রবার (১৬ই জুন) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। দিনাজপুর জেলার বিরামপুর থানার মামলা নং-০১ তারিখ ০৩/০৭/২০০৫ ইং, ধারা- ৩০২/২০১/১০৯ পেনাল কোড-১৮৬০, জিআর নং- ১২১/০৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ওয়াসিম আলী দুলাল (৩৭), পিতা- মৃত নাসিম উদ্দিন মন্ডল, সাং- ক্যাটারার হাট, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর’কে নাটোর সদর থানাধীন একডালা বাজার থেকে গ্রেফতার করা হয়।

 

মামলা সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ওয়াসিম আলী দুলাল ২ টি বিবাহ করে এর জের ধরে প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে ২০০৫ সালে প্রথম স্ত্রীকে হত্যা করে স্বামী মোঃ ওয়াসিম আলী দুলাল আত্মগোপনে চলে যায় এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৮ বছর পালিয়ে থাকে সে। শুক্রবার ১৬ই জুন র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে নাটোর একডালা বাজার থেকে তাকে আসামী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর