সত্য বার্তা ডেস্ক:
শুক্রবার (১৬ই জুন) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। দিনাজপুর জেলার বিরামপুর থানার মামলা নং-০১ তারিখ ০৩/০৭/২০০৫ ইং, ধারা- ৩০২/২০১/১০৯ পেনাল কোড-১৮৬০, জিআর নং- ১২১/০৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ওয়াসিম আলী দুলাল (৩৭), পিতা- মৃত নাসিম উদ্দিন মন্ডল, সাং- ক্যাটারার হাট, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর’কে নাটোর সদর থানাধীন একডালা বাজার থেকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ওয়াসিম আলী দুলাল ২ টি বিবাহ করে এর জের ধরে প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে ২০০৫ সালে প্রথম স্ত্রীকে হত্যা করে স্বামী মোঃ ওয়াসিম আলী দুলাল আত্মগোপনে চলে যায় এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৮ বছর পালিয়ে থাকে সে। শুক্রবার ১৬ই জুন র্যাব গোপন সংবাদের ভিত্তিতে নাটোর একডালা বাজার থেকে তাকে আসামী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।