সত্য বার্তা ডেস্ক :
নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূ হত্যা মামলার দুইজন পলাতক আসামী কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াই টার সময় বিশেষ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে উক্ত হত্যা মামলার ২নং ও ৫নং পলাতক আসামী ১| মোঃ ইউসুফ প্রাং (৬০), পিতা- মৃত শওকত, ২| মোঃ শিপন প্রাং (২০), পিতা- মোঃ ইউসুফ প্রাং, উভয়ের সাং- মশিন্দা বাহাদুর পাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।
উক্ত মামলা সূত্রে জানা যায়, মৃত গৃহবধূ সীমা খাতুন (২৮) এর প্রায় এক যুগ আগে মোঃ রতন আলী (২৮) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে উক্ত মামলার আসামীরা ভিকটিমকে শারীরিক নির্যাতন করত। উক্ত বিষয়ে এলাকায় একাধিকবার শালিস দরবার হলেও ভিকটিমকে শারীরিক নির্যাতনের মাত্রা কমেনা।
ঘটনার দিন গত ২৮/০৯/২০২৩ ইং তারিখ আনুমানিক সাড়ে ১২ টার সময় পারিবারিক বিষয় নিয়ে ভিকটিমকে গালিগালাজ করে। ভিকটিম বাঁধা নিষেধ করলে উক্ত মামলার আসামীরা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে। পরে ভিকটিমকে আশংকাজনক অবস্থায় গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে বাড়ীতে নিয়ে আসে। বাড়ীতে আসার কিছু সময় পর ভিকটিম বমি করলে আসামীরা এলাকায় প্রচার করে যে ভিকটিম কীটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরবর্তী আবারো ভিকটিমকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যালে রেফার্ড করে।
অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী যাওয়ার পথে ভিকটিম মারা যায়। পরবর্তীতে ভিকটিম এর ভাই বাদী হয়ে গুরুদাসপুর থানা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামীরা গাঁঢাকা দেয়। পরবর্তীতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে, পাবনা জেলার চাটমোহর থানাধীন ছাইকোলা মিলনচর এলাকা হতে হত্যা মামলার পলাতক দুইজন আসামী কে গ্রেফতার করে।