
সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়েনের কেসবপুর গ্রামে এক হৃদয় বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে । ১০৬ বছরের বৃদ্ধা মাকে তিন সন্তান মিলে বাড়ির পাশে রাস্তায় ফেলে দিয়েছে তার নিজ সন্তানরা ।
স্থানীয় ও পরিবার সুত্রে যানা যায়, পরিবারের বৃদ্ধামা তারাবানু (১০৬) তার তিনটি পুত্র সন্তান ও দুই মেয়ে সন্তান রয়েছে । বৃদ্ধা হওয়ার কারনে তিন সন্তান এক মাস করে তাদের বৃদ্ধা মাকে দেখাশোনা করত ।হঠাৎ করে গত কাল০৩/১১/২২ রাত আনমিানিক ৭.৩০ হতে ৮.০০টার মধ্যে হঠাৎ করে ছোট ছেলে আজাদ তার নির্ধারিত মাস শেষে তার বড় ভাই মানিকের বাসার সামনে কাউকে না বলে তার মা তারাবানুকে ফেলে আসে । বিষয়টি জানাযানি হলে এলাকায় আতংকের সৃষ্টি হয় ।
পরে স্থানীয় ইউপি সদস্য বাবু নিজে তিন সন্তান এলাকাবাসী ও তাদের আত্নীয় স্বজন সহ সবাইকে নিয়ে একটা সমাধান বের করার চেষ্টা করতে ব্যর্থ হন ইউপি সদস্য বাবু ।
বর্তমানে এলাকাবাসী সহ নানা পেশার মানুষের দাবী একটাই ,এই ১০৬ বছরের বৃদ্ধা নারীর সঠিক ও সুস্থ ভাবে বেচে থাকার ব্যবস্থা চেয়েছেন স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে ।