
সত্যবার্তা ডেস্ক :
মুন্সিগঞ্জের গজারিয়ায় সয়াবিন তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক দূর্ঘটনার কবলে পরেছে। এতে ট্রাকে থাকা ১২ হাজার লিটার তেল নষ্ট হওয়ার আশংকা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে (বগুড়া ট ১১-১২৬৮) ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
জানা গেছে, ট্রাকটিতে ৬০টি ড্রামে ১২০০০ লিটার সয়াবিন তেল বহন করা হচ্ছিল। এই মুহূর্তে দেশে সয়াবিন তেলের দাম নাগালের বাইরে। এই পরিস্থিতিতে এই ৬০ ড্রাম তেল নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভবেরচর হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, উপজেলার দঁড়ি বাউশিয়া স্ট্যান্ডে ইউ-টার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।