সত্যবার্তাডেস্ক
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী সরদারের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করা হয়।
উক্ত মোটরসাইকেল সোডাউনে নেতৃত্ব প্রদান করেন, মোহাম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ, নজরুল ইসলাম পাটোয়ারী, সভাপতি ৪ নং পিপরুল ইউনিয়ন যুবলীগ , এছাড়াও ইউনিয়নের এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।
উক্ত সোডাউন’টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট/ মোর প্রদক্ষিণ করেন। পিপরুল ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট পাটুল বাজার, কালিগঞ্জ বাজার, পিপরুল বাজার, ঠাকুর লক্ষ্মীকুল বাজার, তেল কুপি বাজার, সেনবাগ মোড় এলাকা প্রদক্ষিণ করে।
উক্ত শোডাউন এর বিষয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরদার “দৈনিক সত্যবার্তা ” কে বলেন, আগামী ২৯ শে জানুয়ারি ২০২৩ (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী দেশরত্ন ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজশাহী মাদ্রাসা ময়দানে এক বিশাল জনসভায় যোগ দিবেন তারি ধারাবাহিকতায় তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও উক্ত জনসভায় যোগদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মোটরসাইকেল শোডাউন টি পাটুলাহাপানিয়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সোডাউন শেষে মোহাম্মদ আলী সরদার আর ও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল এ দলে বিভিন্ন প্রতিযোগিতা থাকবে তাই আমি আহ্বান জানাচ্ছি যে কোন দিধা দ্বন্দ ভুলে আগামি ২৯ শে জানুয়ারি শেখ হাসিনার জনসভার সফল করার জন্য।