আলিফ বিন রেজা,
সিংড়া(নাটোর) প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আল্লাহর রহমতে আমার এলাকার পাঁচ লাখ জনগোষ্ঠীর দোয়া ও ভালোবাসায় জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।’ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, তারা নৌকা প্রতীকটা পাওয়ার জন্য সারাটা জীবন সাধনা করি।’ আমার দৃঢ় বিশ্বাস গত ১৫ বছর নৌকা প্রতীককে ভোট দিয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের মানুষ যে উন্নয়ন, সেবা ও সুশাসন পেয়েছে; সেই নৌকার প্রতি আস্থা ও সমর্থন আবারও তারা ব্যক্ত করবে। আমার বিশ্বাস, আগামী ৭ জানুয়ারি নাটোর-৩ আসন থেকে বিপুল পরিমাণ ভোট নৌকা মার্কায় দিয়ে সিংড়াবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে।
’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসন থেকে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীক (আ.লীগ), মো. শফিকুল ইসলাম ঈগল প্রতীক (স্বতন্ত্র প্রার্থী), মো. আনিছুর রহমান লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি), মো. মিজানুর রহমান হাতুড়ি প্রতীক (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ), মো. আনোয়ার হোসেন কুলা প্রতীক (বিকল্পধারা বাংলাদেশ), আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক (তৃণমূল বিএনপি), মো. আমিরুল ইসলাম ডাব প্রতীক (বাংলাদেশ কংগ্রেস), মো. আলতাফ হোসেন ফুলের মালা প্রতীক (তরিকত ফেডারেশন- বিটিএফ) এবং মো. আব্দুল্লাহ আল মামুন ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী) বরাদ্দ পেয়েছেন।