৬২ কেজি গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। নাটোর সিপিসি-২ র্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে ৬২ কেজি গাঁজা ও একটি TOYOTA HIACE জব্দ করেছে র্যাব। রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার আনুমানিক সকাল ৮ টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া হইতে নওগাঁ গামী মহা সড়কের উপর চেকপোস্ট পরিচালনাকালে। নাটোর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাইক্রোবাসের ভিতর থেকে শুকনো ৬২ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য (১৮.৬০.০০০/- (আঠার লক্ষ ষাট হাজার টাকা) এবং কালো রঙের একটি TOYOTA HIACE জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১/ মোঃ সোহেল মিয়া (২৮) পিতা- মৃত আবুল হোসেন, গ্রাম- অশকতলা। ২/ মোঃ জুয়েল আহমেদ (২৪) ড্রাইভার, পিতা- মৃত আঃ হামিদ, গ্রাম- বল্লভপুর। ৩/ মোঃ কাওছার আহমেদ (২৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- মনশাসন। ৪/ মোঃ নিয়ামত হোসেন (২৫) পিতা- মৃত জাহান মিয়া, গ্রাম- সাতরা, সর্ব থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা। ৫/ মোঃ রুহুল আমিন (২৫) পিতা- মোঃ আবুল কাশেম। ৬/ মোঃ শাকিল আহমেদ (২৫) পিতা- মৃত শহিদ মিয়া। ৭/ মোছাঃ সাদিয়া আক্তার (১৯) স্বামী- শাকিল আহমেদ, পিতা- মৃত শহিদুল হক মিথুন। সর্ব সাং- বালিয়াহুরা, ৮/ মোঃ খোরশেদ আলম (২৭) পিতা- মোঃ বাচ্চু মিয়া। সাং- কৈখলা, সর্ব থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়। জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসের পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন। এই ঘটনায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।