সত্যবার্তা ডেস্ক :
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’2022 উপলক্ষ্যে ইএসডিও সিরাজগঞ্জ জেলার জেন্ডার সেলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেন্ডার সেলের আহবায়ক জনাব মোঃ রফিকুল ইসলা, জোনাল ম্যানেজার, ইএসডিও বগুড়া-সিরাজগঞ্জ জোন। পরে নারীর অধিকার ,সমতা , নারী আন্দোলন বিষয়ে আরোচনা করা হয় ।
উক্ত আলোচনা সভায় ভালো আলোচনা করার জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরুস্কার বিতরন করেন জনাব মোঃ রফিকুল ইসলা, জোনালম্যানেজার ইএসডিও বগুড়া-সিরাজগঞ্জ জোন ।