আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

সিংড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু!

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আলিফ বিন রেজা:

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামের শাহ্পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ঐ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ঢাকা গাবতলীর ইমরান আলীর মেয়ে।

 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের গোসল করার জন্য পুকুর নামলে পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে ১টার দিকে দুজনের মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার