বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ রোববার বিকেলে গৌরীপুর থানার পাটবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ধাওয়া-পাল্টা ধাওয়ায় অসুস্থ হয়ে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত হন আরও অন্তত ৮ জন।মৃত তানজিম আহমেদ আবিদের (৩৫) বাবা মো. দেওয়ান ময়মনসিংহ ওলামা দলের সদস্য।গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মনোনয়ন বঞ্চিত উপজেলা বি...
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার বিকেলে গৌরীপুর থানার পাটবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ধাওয়া-পাল্টা ধাওয়ায় অসুস্থ হয়ে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত হন আরও অন্তত ৮ জন।
মৃত তানজিম আহমেদ আবিদের (৩৫) বাবা মো. দেওয়ান ময়মনসিংহ ওলামা দলের সদস্য।
গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা দেবাশীষ কর্মকার বলেন, 'বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসেইন সভাস্থলে পৌঁছানোর পরপরই অন্য পক্ষের লোকজন হামলা চালায়।'
এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়েন আবিদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, 'মৃত আবিদের শরীরে আঘাতের চিহ্ন নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
ময়মনসিংহ জেলা ছাত্রদলের বরাতে তিনি জানান, আবিদ ছাত্রদলের মিছিলের সঙ্গে সভাস্থলে এসেছিলেন।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের খবর জানানো হয়।