চট্টগ্রামের হাটহাজারীতে ২ মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৃথক স্থান থেকে আজ সোমবার দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।ওসি জানান, সকাল ১০টার দিকে হাটহাজারী পৌরসভা অফিসের সামনে জিন্নুরাইন মাদ্রাসা রোডের পাশের পুকুরের ধারে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে আঘাতের চিহ্ন ছিল।এরপর মাদুনঘাট এলাকার একটি খালের স্লুইসগেট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মরদেহটি পচে গিয়েছিল।মঞ্জুর কাদে...
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৃথক স্থান থেকে আজ সোমবার দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ওসি জানান, সকাল ১০টার দিকে হাটহাজারী পৌরসভা অফিসের সামনে জিন্নুরাইন মাদ্রাসা রোডের পাশের পুকুরের ধারে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে আঘাতের চিহ্ন ছিল।
এরপর মাদুনঘাট এলাকার একটি খালের স্লুইসগেট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মরদেহটি পচে গিয়েছিল।
মঞ্জুর কাদের বলেন, 'মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।'
নিহত দুজনের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।