মোহাম্মদপুরে ককটেলসহ আটক ১, ঢাকায় গ্রেপ্তার ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ আরও ৪৪
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে আমরা একজনকে আটক করেছি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।'রফিক আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।...
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে আমরা একজনকে আটক করেছি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।'
রফিক আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।